হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৫ ১৯:৫৮ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৫ ২০:২৫ পিএম
ভারত থেকে আমদানি করা চাল, ডাল ও দেশি ধান অবৈধভাবে মজুদ করায় দিনাজপুরের হাকিমপুরে (হিলি) মেসার্স মাইক্রো গ্রেইন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুল হাকিম মণ্ডল ও প্রতিষ্ঠানটির খাদ্যগুদামের ম্যানেজার হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জব্দ করা হয়েছে গুদাম থেকে ৫ কোটি ৩৩ লাখ টাকার চাল, ডাল ও ধান।
শুক্রবার (২৭ জুন) হাকিমপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেল আহমেদ বাদী হয়ে খাদ্যশস্য অবৈধভাবে মজুদের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় আসামিরা হলেনÑ হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মাইক্রো গ্রেইন এন্টারপ্রাইজের মালিক আবদুল হাকিম মণ্ডল ও প্রতিষ্ঠানটির খাদ্যগুদামের ম্যানেজার হুমায়ুন কবির। তাদের মধ্যে হাকিম মণ্ডল জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোপালপুর মহল্লার বাসিন্দা এবং হুমায়ুন কবির হাকিমপুর পৌরসভার উত্তর বাসুদেবপুর মহল্লার বাসিন্দা।
জানা যায়, গত বুধবার বিকালে হাকিমপুর (হিলি) উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেল আহমেদ গোপন সংবাদে জানতে পারেন হিলির চারমাথার দক্ষিণে সততা বাণিজ্যলয়ের পাশে হাকিম মণ্ডলের তিনটি গুদামে অবৈধভাবে চাল, ডাল ও ধান মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা ইউএনও অমিত রায়ের নেতৃত্বে পুলিশ নিয়ে গুদামে অভিযান পরিচালনা করেন। এ সময় গুদামে ভারত থেকে আমদানি করা মেয়াদোত্তীর্ণ ৫ হাজার ২৫৮ বস্তায় ১৪৯ দশমিক ৭৭৬ মেট্রিকটন সেদ্ধ চাল, ৬৭০টি বস্তায় ৩২ দশমিক ৮৩০ মেট্রিক টন মসুর ডাল এবং ১৮ হাজার ১৯৪টি বস্তায় ১ হাজার ১৫৫ দশমিক ৭৭৯ মেট্রিক টন ধান জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৫ কোটি ৩৩ লাখ ৭ হাজার ২৪৮ টাকা।
হাকিমপুর থানায় মামলা করেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। এ বিষয়ে হাকিমপুর থানার ওসি নাজমুল হক বলেন, অবৈধভাবে চাল ডাল ও ধান মজুদ করায় হাকিম মণ্ডলের বিরুদ্ধে থানায় মামলা করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেল আহমেদ। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।