× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৌলতপুর সীমান্তে মাদক চোরাচালান দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুন ২০২৫ ১৯:৫১ পিএম

আপডেট : ২৮ জুন ২০২৫ ২০:২৮ পিএম

দৌলতপুর সীমান্তে মাদক চোরাচালান দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ১

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক চোরাচালান সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ মাদক চোরাকারবারিদের হামলায় ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে। শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া মাঠের মধ্যে হামলার এ ঘটনা ঘটে।

হামলায় মাদক চোরাকারবারি মোহন (২৫) নিহত হয়েছে এবং হৃদয় (২৪) আহত হয়েছে। নিহত মোহন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মৃত মদনের ছেলে এবং আহত হৃদয় একই গ্রামের মসুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক চোরাকারবারি হৃদয়, মোহন ও জনি মোটরসাইকেলযোগে রামকৃষ্ণপুর থেকে নিজ গ্রাম জামালপুরে ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষ ছোটন ও সোহেলের নেতৃত্বে ৪-৫ জনের একদল মাদক চোরাকারবারি মোটরসাইকেলের গতিরোধ করে তাদের ওপর হামলা চালায়।

এ সময় তাদের রাম দা ও ধারালো অস্ত্রের আঘাতে মোহন ও হৃদয় আহত হলে জনি মোটরসাইল ফেলে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে মোহনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মোহনের মৃত্যু হয়।

হামলার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বিজিবির বরাত দিয়ে জানান, মাদক চোরাচালান সংক্রান্ত পূর্ব বিরোধ ও দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষরা হামলা চালিয়েছে। হামলায় রামদার আঘাতে মোহন নামে একজন নিহত হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা