× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রি

টাঙ্গাইল সংবাদদাতা

প্রকাশ : ২৮ জুন ২০২৫ ১৯:৪৯ পিএম

আপডেট : ২৮ জুন ২০২৫ ২০:৩০ পিএম

ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রি

টাঙ্গাইলের মধুপুরে বনের মধ্যে রাতের আঁধারে ঘোড়া জবাই করে তা গরুর মাংস হিসেবে বিক্রির অভিযোগে এক কসাইকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে জবাইয়ের জন্য আনা সাতটি ঘোড়া উদ্ধার করা হয়েছে। আটক কসাই হলেন আজাদ আলী আকন্দ। তিনি জামালপুর সদরের দড়ি পাড়া গ্রামের মৃত জবর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে মধুপুর বনাঞ্চলের মোনারবাইদ (শেওড়াতলা) নামক স্থানের জঙ্গলের মধ্যে একদল দুর্বৃত্ত কয়েকটি ঘোড়া জবাই করে মাংস কাটাকাটি করছিল। এ সময় খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৭টি জীবিত ঘোড়া, জবাই করা মাংস, বরফসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে।

মধুপুর থানার অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বনের ভেতরে অভিযান চালিয়ে জীবিত ঘোড়া উদ্ধারসহ এ চক্রের একজনকে হাতেনাতে আটক করে।

তিনি জানান, একটি চক্র ঘোড়া জবাই করে গরুর মাংস বলে চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে ঘোড়া চুরি করে। ওইদিন তিনটি ঘোড়া জবাই করা হয়। বাকি সাতটি ঘোড়া বনের গাছের সঙ্গে বাঁধা ছিল। সেগুলো উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা একজন কসাইকে ভাড়া করে এনেছিল।

শনিবার (২৮ জুন) প্রতিদিনের বাংলাদেশকে মধুপুর থানার ওসি তদন্ত রাসেল আহমেদ জানান, এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের আরও অভিযান চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা