× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাভারে চাঁদাবাজির বিরুদ্ধে মার্কেট কর্তৃপক্ষের মানববন্ধন

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুন ২০২৫ ১৯:৪১ পিএম

আপডেট : ২৮ জুন ২০২৫ ২০:৩১ পিএম

সাভারে চাঁদাবাজির বিরুদ্ধে মার্কেট কর্তৃপক্ষের মানববন্ধন

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অধীনে সাভারের এনএফভিআই শপিং কমপ্লেক্স (অন্ধ সংস্থা মার্কেট) সন্ত্রাসী ও চাঁদাবাজদের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন চার শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী।

শনিবার (২৮ জুন) দুপুরে সাভার-বিরুলিয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অধীনে এনএফভিআই শপিং কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজ ও অবৈধ দোকান দখলদারদের দ্রুত গ্রেপ্তার ও দমন করার দাবি জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাধব চন্দ্র সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেনÑ সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার। তিনি বলেন, এই মার্কেটের আয় পুরোপুরি দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয়। অথচ কিছু দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ গোষ্ঠী অবৈধভাবে দোকান দখল, চাঁদা দাবি ও জীবননাশের হুমকি দিচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, পতিত সরকারের ঘনিষ্ঠদের আশীর্বাদপুষ্ট নজরুল ইসলাম ওরফে মুরগি নজরুল এবং তার সহযোগী হেলাল, সোহেল, খোরশেদ, আনোয়ার, রিপন ও বেলাল উদ্দিনসহ ২০-২৫ জন মিলে দীর্ঘদিন ধরে মার্কেটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের হুমকি ও চাঁদাবাজি করে আসছেন।

মহাসচিব জানান, ঈদুল আজহার আগে মুরগি নজরুলের নেতৃত্বে চক্রটি মার্কেট ইনচার্জ আব্দুর রহিমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। অপারগতা জানালে ঈদের পরদিন মার্কেটে সশস্ত্র মহড়া দিয়ে রহিমকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। পরে ২৩ জুন রাত ১১টায় বিরুলিয়া রোডে তার ওপর সরাসরি হামলার চেষ্টা চালানো হয়।

আইয়ুব আলী হাওলাদার বলেন, এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে ব্যবহৃত একটি প্রতিষ্ঠান কোনো অবস্থাতেই সন্ত্রাসীদের দখলে যেতে পারে না।

মানববন্ধনে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ভাইস চেয়ারম্যান মোকলেসুর রহমান, যুগ্ম মহাসচিব এসএম ইউনুসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু হালেম মাতব্বর, এনএফভিআই ইনচার্জ আব্দুর রহিমসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা