× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরগুনায় একদিনে ডেঙ্গুতে ৯৩ জন আক্রান্ত, হাসপাতালে ভর্তি ২৪২

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৫ ১৪:৩০ পিএম

বরগুনায় একদিনে ডেঙ্গুতে ৯৩ জন আক্রান্ত, হাসপাতালে ভর্তি ২৪২

বরগুনার বিভিন্ন হাসপাতালে একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৯৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু বরগুনা জেনারেল হাসপাতালেই ভর্তি হয়েছেন ৮০ জন। এছাড়া ২৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা ২০৬ জন।

বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৮০ জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরো ভর্তি রয়েছেন ১৩ জন। এর মধ্যে আমতলী উপজেলায় ১, বেতগী ২, বামনায় ৬ এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৪২ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ২ হাজার ৪৯৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২৫৩ জন। এছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

বরগুনা হাসপাতালের আবাসিক অফিসার (মেডিসিন) নিরুপম দাস বলেন, দিন দিন ডেঙ্গুর পরিস্থিতি খারাপ হচ্ছে। বৃষ্টি হচ্ছে পানি জমছে আবারো এডিস মশার লার্ভা তৈরি হচ্ছে। চিকিৎসার আগে প্রয়োজন ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এক্ষেত্রে জনসাধারণকেই সচেতন হতে হবে, তা না হলে কোনোভাবেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, গত ২৪ ঘণ্টায় বরগুনায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে ডেঙ্গুর প্রকোপ কমাতে স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি ব্যাপক পরিসরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম পরিচালনার তাগিদ দেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা