× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন বন্ধ, চালু হবে আগস্টে

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৫ ১০:২১ এএম

বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন বন্ধ, চালু হবে আগস্টে

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে। খনি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে উত্তোলন ফেইজের মজুত শেষ হওয়ায় সোমবার (২৩ জুন) দুপুর থেকে উত্তোলন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

বড়পুকুরিয়া কয়লাখনির মাইন অপারেশন বিভাগের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক ঢাকা পোস্টকে বলেন, ১৩০৫ নম্বর ফেইজে কয়লা ফুরিয়ে গেছে। নতুন ১৪০৬ নম্বর ফেইজে যন্ত্রপাতি বসানোর কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগস্টের প্রথম সপ্তাহে উত্তোলন শুরু হবে।

খনি কর্তৃপক্ষ জানায়, ১৩০৫ নম্বর ফেইজ থেকে চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে কয়লা উত্তোলন শুরু হয়। এখন পর্যন্ত সেখান থেকে ৫ লাখ ১ হাজার টন কয়লা তোলা হয়েছে। নতুন ফেইজ থেকে প্রায় ৩ লাখ ৫০ হাজার টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

তবে কয়লা উত্তোলন বন্ধ থাকলেও তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রমে তেমন প্রভাব পড়বে না বলে জানায় কর্তৃপক্ষ।

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, কোল ইয়ার্ডে এখন প্রায় ৫ লাখ টন কয়লা মজুত আছে। এই কয়লা দিয়ে বিদ্যুৎকেন্দ্র সচল রাখা সম্ভব। বর্তমানে কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১ নম্বর ইউনিট থেকে ৬০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ২ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার বলেন, নতুন ফেইজ তৈরি করতে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ রাখা হয়েছে। আশা করছি, আগস্টের শুরুতে আবার উত্তোলন শুরু করা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা