× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেঘনায় স্পিডবোট ডুবি, ২৮ জন উদ্ধার

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৫ ০৯:০৯ এএম

মেঘনায় স্পিডবোট ডুবি, ২৮ জন উদ্ধার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে যাত্রীবাহী একটি স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন সব যাত্রী।

সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার বৌবাজার এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিয়ার হরনী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে ২৮ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রাপথে বৌবাজার এলাকায় প্রবল স্রোতের তোড়ে বোটটির তলা ফেটে যায় এবং তাতে পানি ঢুকে পড়ে। ঘটনার সময় চালক দ্রুত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বোটটি একপাশ করে যাত্রীদের নামিয়ে দেন। পরে যাত্রীরা সাঁতরে  তীরে উঠে আসেন।

মাহতাব উদ্দিন রতন নামে এক যাত্রী  বলেন, অতিরিক্ত যাত্রী নেওয়ায় এমন ঘটনা ঘটেছে। তবে চালকের সুন্দর পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিটনেসবিহীন অদক্ষ চালক দিয়ে স্পিডবোট চালানোর অভিযোগে প্রচুর লেখালেখি হয়। আশা করি, এ বিষয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

হাতিয়ার নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সম্ভবত স্পিডবোটটি স্রোতের কবলে পড়ে অথবা কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে নদীতে ডুবে যায়। তবে সব যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা