ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৫ ২১:৫৮ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫ ২২:১৫ পিএম
টানা বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর ফুলগাজী উপজেলায় মুহুরী ও সিলোনিয়া নদীর দুই স্থানে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ভাঙনের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ জুন) সন্ধ্যা পর্যন্ত কিছু কিছু এলাকায় পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটেনি স্থানীয়দের।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে ফুলগাজী সদর ইউনিয়নের বণিকপাড়া এলাকায় সহদেব বৈদ্যের বাড়ির পাশে মুহুরী নদীর বাঁধ এবং গোসাইপুর এলাকায় সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশ ভেঙে পড়ে। এতে উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগতপুর গ্রাম পানিতে তলিয়ে যায়। একই দিন সন্ধ্যায় ফুলগাজী তরকারি বাজারের একটি অংশে মুহুরী নদীর পানি ঢুকে যায়।
অন্যদিকে, পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মনিপুর এলাকায় সিলোনিয়া নদীর পানি দুপুর থেকেই বাঁধ উপচে লোকালয়ে ঢুকে যায়।
আশরাফ উদ্দিন নামে উত্তর বরইয়া গ্রামের এক বাসিন্দা বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত গ্রামের প্রায় ছয় ইঞ্চি পানি নেমেছে। বৃষ্টি না হলে পানি দ্রুত কমবে, তবে গবাদিপশু নিয়ে কষ্টে আছি।
ফুলগাজী বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতি বছর জুন-আগস্টে সামান্য বৃষ্টিতেই পানি বাজারে ঢুকে। দোকানের পণ্য নষ্ট হয়ে আমাদের লোকসান গুনতে হয়।
মনিপুর এলাকার বাসিন্দা মনিরুল আজিম অভিযোগ করেন, বন্যার সময় কর্মকর্তারা এসে জিও ব্যাগ দিয়ে বাঁধ মেরামতের প্রতিশ্রুতি দিলেও পরে আর কেউ খোঁজ রাখেন না।
বরইয়া গ্রামের আবুল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল থেকেই নদীর পানি বাড়ছিল। স্থানীয়দের নিয়ে আমরা চেষ্টা করেও ভাঙন ঠেকাতে পারিনি। গত বছরের ক্ষত এখনও শুকায়নি, তার আগেই আবার পানির নিচে ডুবছি।
এ ব্যাপারে ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. ফাহাদ্দিস হোসাইন বলেন, উজানে ভারী বর্ষণের কারণে নদীর পানি বাড়ছে। যদিও মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে। বাঁধ রক্ষায় স্থানীয়দের সহযোগিতায় চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তবে ঝুঁকিপূর্ণ স্থানে নজরদারি চলছে, পানি নামার পর দ্রুত বাঁধের ভাঙনস্থলে মেরামতের কাজ শুরু হবে।