× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই : ডা. তাহের

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৫ ২১:১৮ পিএম

আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই : ডা. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াতে ইসলামী আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন চায়, এপ্রিলে হলেও আপত্তি নেই। তবে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই। ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকারের নির্বাচন হতে পারে, তার পরেই জাতীয় নির্বাচন।

শুক্রবার (২০ জুন) কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে দেবীদ্বার উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে ডা. তাহের বলেন, প্রধানমন্ত্রী যিনি হবেন, তিনি একাধারে জীবনে দুইবারের বেশি হতে পারবেন না। এ প্রস্তাবে অধিকাংশ দল একমত হয়েছে শুধু বিএনপি ছাড়া। এটা সব দল মানলেও বিএনপি মানে না। এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী রবিবারের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

তিনি আরও বলেন, ৭০ অনুচ্ছেদে যেখানে একদলের নমিনেশনে এমপি হলে ভিন্ন কোনো মত দেওয়ার সুযোগ ছিল না, এবার আমরা জামায়াতের পক্ষে একটা নতুন প্রস্তাব এনেছি। সংবিধান সংশোধন, অনাস্থা বিল এবং বাজেট, এ তিনটার বাইরে যেকোনো বিষয়ে একটি দলের এমপি সে দলের মতের বিরুদ্ধে মত দিতে পারবে।

জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। এ ছাড়া ব্যারিস্টার আরমান, ব্যারিস্টার আবু বকর মোল্লা, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন, সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহীদ উপস্থিত ছিলেন। উপজেলা সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান ও পৌর আমির ফেরদৌস আহমেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সভার শুরুতে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী আসনে জামায়াতের প্রার্থী হিসেবে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শহীদের নাম ঘোষণা করা হয়।

এ ছাড়া পৌর মেয়র পদে অধ্যাপক লোকমান হাকিমের নামসহ ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা