রংপুর অফিস
প্রকাশ : ২০ জুন ২০২৫ ২০:৫২ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫ ২০:৫৩ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিএনপির কাছে নিজেদের দলের লোক নিরাপদ নয়। এক বিএনপি আরেক বিএনপিকে খেয়ে ফেলছে। তিনি বলেন, বিএনপির ছাত্র সংগঠন মূল দলের কাছে চাঁদা না পেয়ে নেতাদের হাত-পা ভেঙে দিয়েছে। যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ না, তাদের কাছে দেশের কোনো মানুষ নিরাপদ হতে পারে না।
শুক্রবার (২০ জুন) প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, যে দল শৃঙ্খলা ঠিক রাখতে পারে না, তাদের মাধ্যমে দেশের মানুষ শৃঙ্খলাবদ্ধ হতে পারে না। তারা নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করতে চায়। যারা মেয়র হওয়ার আগেই সিটি করপোরেশন ভবন দখল করে, তাদের হাতে দেশের মানুষের জানমাল, ইজ্জত নিরাপদ থাকতে পারে না। যারা জোর করে নিজেদের পক্ষে রায় আনে তাদের হাতে বিচার বিভাগ নিরাপদ হতে পারে না।
তিনি আরও বলেন, দেশের নতুন ভোটার শতকরা ৩৮ ভাগ। তারা জানে না ধানের শীষ কি জিনিস। তারা জিয়াউর রহমানের আদর্শ শুনতে চায় না। নতুন ভোটারদের কাছে তারা কি জিয়াউর রহমানের আদর্শ চাঁদাবাজি, খুন করা, অবৈধ দখল, জুলুম, অত্যাচার করা শোনাবে?
নায়েবে আমির বলেন, বাংলাদেশে আবু সাঈদ কতবার জন্ম নেবে। কতবার রক্ত দেবে। অবৈধ ব্যক্তি ও চাঁদাবাজদের ক্ষমতায় আনার জন্য আমরা আর এক ফোঁটা রক্ত দিতে চাই না। খুনি, চাঁদাবাজদের আর ক্ষমতায় দেখতে চাই না। দেশের মানুষ ইনসাফ, আল্লাহ ভীরুদের ক্ষমতায় আনতে চায়।
এ সময় জুলাই গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার, সব আহতের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করাসহ, প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক দ্রুততম সময়ে নির্বাচনের মাধ্যমে সুদ-ঘুষ, দুর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
ইসলামী আন্দোলন রংপুর মহানগরের সভাপতি মাওলানা হাফেজ আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী অকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাফেজ এম হাসিবুল ইসলাম, সুলতান মাহমুদ, রংপুর জেলা সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবুসহ স্থানীয় নেতারা।