× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমলনগরে শতবর্ষী সড়কের বেহাল দশা সংস্কারের দাবিতে মানববন্ধন

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৫ ২০:৫০ পিএম

আপডেট : ২০ জুন ২০২৫ ২০:৫৪ পিএম

কমলনগরে শতবর্ষী সড়কের বেহাল দশা সংস্কারের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট ইউনিয়নের শতবর্ষ পুরনো আমানিয়া সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। শুক্রবার (২০ জুন) জুমার নামাজের পর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জাগরণী স্কুলসংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে শতাধিক মানুষ অংশগ্রহণ করে সড়কটির অব্যাহত অবহেলার প্রতিবাদ জানান। তারা বলেন, প্রায় ৩০ বছর আগে সড়কটি ইটের সলিং করা হলেও বর্তমানে তা সম্পূর্ণ ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন হাজিরহাট ও চরফলকন ইউনিয়নের শত শত মানুষ, বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীরা এ পথে চরম দুর্ভোগে পড়ছেন। বহুবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও কোনো কাজ হয়নি।

হাজিরহাট ইউনিয়নের সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম মেম্বার বলেন, জনগুরুত্বপূর্ণ আমানিয়া সড়কটি বর্তমানে ইটের সলিং ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কজুড়ে খানাখন্দে ভরে গেছে, ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দা জামাল হোসেন বলেন, সড়কটিতে দিনে রাতে চলাচল দুঃসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। সমাজসেবক শাহাদাত হোসেন নিরব বলেন, এই সড়ক দুই ইউনিয়নের হাজারো মানুষের চলাচলের একমাত্র ভরসা। দ্রুত সড়কটি পাকা না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন আইনজীবী এমরান হোসেন নিখিল, বিএনপি নেতা সাহাব উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মুজাহিদ বলেন, আমি সদ্য যোগদান করেছি। সড়কটির বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা