নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৫ ২০:৪৬ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫ ২০:৫৫ পিএম
নোয়াখালীর সোনাইমুড়ীতে সিঁধ কেটে ঘরে ঢুকে সিতারা বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ জুন) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সিতারা বেগম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের মৃত মোফাজ্জল হকের স্ত্রী ও পাঁচ সন্তানের জননী ছিলেন। পুলিশের ধারণা, চুরি করার সময় ঘাতকদের চিনে ফেলায় তাকে হত্যা করা হতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সিতারা বেগম তার এক ছেলের সঙ্গে সোনাইমুড়ী পৌরসভা এলাকায় বাস করতেন। ঈদুল আজহা উপলক্ষে তিনি নিজ বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাতে ঘরে ঘুমানোর পর শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা তাকে ডাকতে ঘরে যান। এ সময় তারা সিতারা বেগমের গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মরদেহের পাশাপাশি বৃদ্ধার টিনশেড ঘরের সিঁধ কাটা দেখেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতের কোনো একসময় এ ঘটনা ঘটেছে। ঘরের সিঁধ কেটে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্রাইমসিন ইউনিট ও সিআইডিকে নিয়ে আলামত সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।