× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই : আব্দুস সালাম

রাজশাহী অফিস

প্রকাশ : ২০ জুন ২০২৫ ২০:৪৫ পিএম

জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই : আব্দুস সালাম

জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। সেখানে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। এর বাইরে আর কোনো চিন্তা নেই। ইতোমধ্যে নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার কথা বলা হয়েছে। এ অবস্থায় জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই।’

শুক্রবার (২০ জুন) বেলা সাড়ে ১১টা দিকে গোদাগাড়ীর গৌরাঙ্গদেব শ্রীপাট খেতুর ধাম পরিদর্শনে এসে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বিএনপি রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এসব কথা বলেন।

ইসরাক ইস্যুতে সরকারের বার্তা নিয়ে বিএনপির অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের বার্তা নিয়ে বিএনপি অবশ্যই তার বক্তব্য স্পষ্ট করবে।’

নির্বাচনী প্রচারণায় পোস্টার ছাড়া বিলবোর্ড ব্যবহারের বিষয়ে আব্দুস সালাম বলেন, ‘নির্বাচনে কালো টাকার ব্যবহার যাতে না হয়, সেদিকে যেমন খেয়াল রাখতে হবে, তেমনি প্রচারণা যেন বাধাগ্রস্ত না হয়, সেটিও বিবেচনায় রাখতে হবে।’

এর আগে, গৌরাঙ্গবাড়িতে আয়োজিত সভায় তিনি বলেন, ‘ভারত কেন পুশ-ইন করবে, সেটা আমাদের প্রশ্ন। যদি কাউকে ফেরত পাঠাতেই হয়, তাহলে তাদের সরকারকে বলতে হবে। তা না করে পুশইন করা ঠিক নয়।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সবচেয়ে বেশি হিন্দুদের জমি দখল করেছে। কোনো বিএনপি নেতা হিন্দুদের জমি দখল করেননি। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধÑ এসব বিএনপির রাজনৈতিক বিবেচনার বিষয় নয়। বিএনপি সব ধর্ম ও মতাদর্শের মানুষের দল।’

বিএনপির উপদেষ্টা আরও বলেন, বিএনপি কোনো সম্প্রদায়িক দল নয়। বিএনপিকে সাম্প্রদায়িক বানানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু অতীতেও সেই চেষ্টা সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।

তিনি বলেন, পতিত সরকার বাংলাদেশের মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছিল। এ কারণে শেখ হাসিনা যখন পালিয়ে গেছে, অনেক ইমামও পালিয়ে গেছে। ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মসভা প্রতিষ্ঠানগুলো হবে সবার জন্য। এখানে কোনো রাজনীতি হবে না। এসব স্থানে বিশেষ কোনো দলের রাজনীতি চর্চা করার সুযোগ নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা