কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৫ ২০:১৯ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫ ২০:২১ পিএম
মৌলভীবাজারের কুলাউড়ায় খাসজমি থেকে ভূমিহীনদের উচ্ছেদ বন্ধ এবং স্থায়ী বন্দোবস্ত প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২০ জুন) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, শত বছরের বেশি সময় ধরে তারা এসব জমিতে বসবাস করে আসছেন। এখানে রয়েছে ৫০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়। প্রায় ৫০ হাজার মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানেই বসবাস করছে। তারা আরও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো পুনর্বাসনের ব্যবস্থা না করেই বসতবাড়ি ভাঙচুর ও উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এতে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। তারা অবিলম্বে উচ্ছেদ বন্ধ এবং জমির স্থায়ী বন্দোবস্তের দাবি জানান।
মানববন্ধনে কর্মধা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি রিপন আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হারিছ আলী আশরাফ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ হেলাল, যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাহির, শ্রমিক দলের সাধারণ সম্পাদক কয়ছর আহমদ, বিএনপি নেতা আব্দুল মুতলিব, স্থানীয় বাসিন্দা নেছার আহমদ ও ইউনুস মিয়া প্রমুখ।