ট্রলারডুবি
ভোলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৫ ২০:১৮ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫ ২০:২২ পিএম
ভোলার তেঁতুলিয়া নদীতে মাছ ধরার সময় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবিতে নিখোঁজ জেলে নোহার (১৫) সন্ধান এখনও মেলেনি। সে ভোলার লালমোহনের বদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাতানি বাড়ির রেজাউল করিমের ছেলে।
নিখোঁজ জেলের স্বজন ও আহত জেলেরা জানান, নোহাসহ আরও তিন জেলে লালমোহনের বদরপুর ৮ নম্বর ওয়ার্ডের জানু মাঝির ট্রলার নিয়ে বৃহস্পতিবার (১৯ জুন) তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে যান। উপজেলার সীমানা পেরিয়ে বিকাল ৫টার দিকে তেঁতুলিয়া নদীতে মাছ ধরছিলেন। ওই সময় জামাল-৮ নামে লঞ্চ তাদের ট্রলারকে ধাক্কা দেয়। এতে ট্রলারটির কিছু অসং ভেঙে ডুবে যায়। পরে ট্রলারে থাকা ৪ জেলে তেঁতুলিয়া নদীতে পড়ে যায়। এর মধ্যে তিনজন নদীতে সাঁতারে অন্য জেলেদের সহায়তায় তীরে উঠলেও নিখোঁজ হয় নোহা।
নিখোঁজ জেলে নোহার বাবা রেজাউল করীম জানান, ‘তার বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার (গতকাল) বিকাল পর্যন্ত ছেলেকে তেঁতুলিয়া নদীতে খুঁজে বেড়াচ্ছি। এখনও পাইনি। ওর মা ছেলের জন্য বারবার জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি আমার ছেলের সন্ধান চাই। যে লঞ্চ এ ঘটনার দায়ী, ওই লঞ্চের লোকদের বিচার দাবি করছি।’
লালমোহন থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে কালাইয়া নৌ পুলিশ নিখোঁজ জেলের সন্ধান করছে। এখন পর্যন্ত খোঁজ মেলেনি।