× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় উদ্যোক্তা সম্মেলন ও আমমেলা

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৫ ২০:১৬ পিএম

আপডেট : ২০ জুন ২০২৫ ২০:২৩ পিএম

নওগাঁয় উদ্যোক্তা সম্মেলন ও আমমেলা

‘চাকরি করব না, চাকরি দেব’ স্লোগানে এগিয়ে চলা ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’-এর উদ্যোগে নওগাঁয় অনুষ্ঠিত হলো রাজশাহী বিভাগীয় চতুর্থ আমমেলা ও উদ্যোক্তা সম্মেলন। দিনব্যাপী এই আয়োজন অংশগ্রহণকারী উদ্যোক্তাদের অভিজ্ঞতা এবং নওগাঁর বিখ্যাত আমসহ অন্যান্য পণ্যের প্রদর্শনী ঘিরে ছিল নানা আয়োজন ও প্রাণবন্ত উপস্থিতি।

শুক্রবার (২০ জুন) দিনব্যাপী নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে এই আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল বাহার জাহিদ বলেন, জীবনে বড় ও সফল হওয়ার জন্য পজিটিভিটির কোনো বিকল্প নেই। অন্তত পাঁচ বছর ৯টা-৫টার চাকরি ভুলে গিয়ে আত্মোন্নয়ন এবং সাহস নিয়ে কাজ করতে হবে। 

প্রধান অতিথি অনুষ্ঠানের শুরুতে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। মেলায় রাজশাহী বিভাগের ৮টি জেলা থেকে আসা উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। ৪০টি স্টলে বিভিন্ন জাতের আমÑ যেমন আম্রপালি, হাঁড়িভাঙ্গা, নাকফজলি, ব্যানানা ম্যাংগোসহ আমজাতীয় খাদ্যপণ্য যেমনÑ আচার, জ্যাম, জেলি, গুড় এবং ঘি, মধু, ঢেঁকিছাঁটা চাল, লাচ্ছা, চিঁড়া ও সন্দেশ প্রদর্শন করা হয়।

নওগাঁর আম রপ্তানির বিষয়ে ইকবাল বাহার জাহিদ বলেন, আমের গুণগত মান ঠিক রেখে আমরা বিদেশে রপ্তানি করতে চাই, বিশেষ করে চায়নায়। সে লক্ষ্যে সঠিক তথ্য ও সোর্স নিশ্চিত করা হচ্ছে।

উদ্যোক্তা রায়হান হোসেন বলেন, আম বিক্রির পাশাপাশি আমরা আম থেকে তৈরি আচার ও গুড় অনলাইন এবং অফলাইনে বিক্রি করি। তবে মেলায় অংশগ্রহণের মূল উদ্দেশ্য হলো পণ্যের প্রচার ও ব্র্যান্ডিং। ক্রেতাদের মাঝে বেশ ভালো সাড়া পাচ্ছি।

নাটোর থেকে আগত উদ্যোক্তা মুফতি মো. ইমরান হুসাইন জানান, আমি গত কয়েক বছর ধরে মৌচাক থেকে সরিষা ফুলের মধু সংগ্রহ করে বিক্রি করছি। এ ছাড়াও কালোজিরার তেল ও জয়তুনও রয়েছে আমাদের পণ্যের তালিকায়। যদিও বিক্রি কম, তবে প্রচারের জন্য মেলাটি গুরুত্বপূর্ণ।

একই দিনে সদর উপজেলার দুটি অডিটোরিয়ামে পৃথকভাবে আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্যোক্তা সম্মেলনে উপস্থিত ছিলেন নওগাঁ বিসিকের উপ-ব্যবস্থাপক শামিম আক্তার মামুন, জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, উদ্যোক্তা মাকসুদুর রায়হান জেডসহ অন্যান্য অতিথি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা