লামা-আলীকদম (বান্দরবান) সংবাদদাতা
প্রকাশ : ২০ জুন ২০২৫ ২০:১৪ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫ ২০:২৩ পিএম
বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে পূর্ণবাসন চাকমা পাড়া এবং ইমানুয়েল ত্রিপুরা পাড়া এলাকায় আলীকদম সেনা অভিযানে আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএসের ৯ জন সক্রিয় সন্ত্রাসী অস্ত্রসহ আটক করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম জোনের সেনা সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। আলীকদম জোন উপঅধিনায়ক মেজর মো. মঞ্জুর মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে আটকরা হলেনÑ আনন্দ মোহন চাকমা, শান্তিরাম চাকমা, চাতুই চাকমা, শান্তি রঞ্জন চাকমা, কল্পরঞ্জন চাকমা, জ্যোতি বিকাশ চাকমা, পাখিরাম ত্রিপুরা, ছতিয় ত্রিপুরা ও জুয়েল ত্রিপুরা। তারা দীর্ঘদিন ধরে জেএসএসের (মূল) সক্রিয় সদস্য হিসেবে এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপ ও সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়ানোর মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
এ সময় ৪টি গাদাবন্দুক, ২টি ব্যারেল, ৩টি ছুরি, ১টি ইউনিফর্মের নিচের অংশ, এক জোড়া বুট, ১টি ট্যাব, ২টি মোবাইল ফোন, ইলেকট্রিক তার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র এবং অন্যান্য আলামত জব্দ করে আটককৃতদের বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
উপঅধিনায়ক মেজর মো. মঞ্জুর মোর্শেদ পিএসসি জানান, আলীকদম সেনা জোনের আওতাধীন আলীকদম এবং লামা এলাকায় কোনো ধরনের চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ সেনাবাহিনী সব ধরনের চাঁদাবাজি এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে তৎপর রয়েছে। অবৈধ অস্ত্রধারী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।