× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরা

ছাত্রদলের ৪৭টি কলেজ কমিটির অনুমোদন

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৫ ২০:১০ পিএম

আপডেট : ২০ জুন ২০২৫ ২০:২৪ পিএম

ছাত্রদলের ৪৭টি কলেজ কমিটির অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অনুমোদনে সাতক্ষীরা সরকারি কলেজসহ জেলার বিভিন্ন উপজেলায় অবস্থিত মোট ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে এসব কমিটি ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

এর আগে কমিটিগুলো ১৭ জুন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের যৌথ স্বাক্ষরে অনুমোদন করা হয়। 

নবগঠিত সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল কমিটিতে সভাপতি মাসুদুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোল্লা মোহাম্মদ শাহাজুদ্দীন। 

অনুমোদন দেওয়া অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছেÑ বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়, সাতক্ষীরা সিটি কলেজ, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ, আশাশুনি সরকারি কলেজ, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ, কলারোয়া আলিয়া মাদ্রাসা, কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজ, নওয়াবেঁকী মহাবিদ্যালয় কলেজ, পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রি কলেজ, তালা সরকারি কলেজ, কুমিরা মহিলা ডিগ্রি কলেজ, শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, দেবহাটা ডিগ্রি কলেজ, নলতা আহসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ, রোকেয়া মনসুর মহিলা কলেজ, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় কলেজ, সাতক্ষীরা দিবা নৈশ্য কলেজ, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ভুরুলিয়া সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজ, ডি আর এম ইউনাইটেড কলেজ, দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া কলেজ, মৌতলা শিমুরেজা এমপি কলেজ, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ সাতক্ষীরা, ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজ, শ্যামনগর কেন্দ্রীয় মাদ্রাসা, দক্ষিণ শ্রীপুর কুশলিয়া স্কুল অ্যান্ড কলেজ, সীমান্ত আদর্শ কলেজ (সাতক্ষীরা সদর), কাটুনিয়া রাজবাড়ি ডিগ্রি কলেজ, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ, কাজিরহাট কলেজ, সাতক্ষীরা আহসানিয়া মিশন মাদ্রাসা, বুধাহাটা বাহাদুরপুর ভুবন মোহন কলেজিয়েট স্কুল, দরগাহপুর এসকেআরএইচ কলেজিয়েট বিদ্যালয়, হাজী নাছির উদ্দিন কলেজ, গোবিন্দপুর আবু হানিফ এএইচ উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ সরকারি কলেজ, তালা সরকারি মহিলা কলেজ, সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজ এবং সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ।

বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে এসব আংশিক কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা