× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ, বিএনপি নেতার হুঁশিয়ারি

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৫ ১৯:৫৫ পিএম

আপডেট : ২০ জুন ২০২৫ ২০:৪২ পিএম

ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ, বিএনপি নেতার হুঁশিয়ারি

ঝিনাইদহের শৈলকুপা খাদ্যগুদামে ধান সংগ্রহ কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই অনিয়ম তদন্তের দাবি জানিয়েছেন শৈলকুপা পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া।

তিনি বলেছেন, খাদ্যগুদামের ধান সংগ্রহে সিন্ডিকেট করে ৩০৭ জন কৃষকের নাম ব্যবহার করে ৯২০ টন ধান ও চাল সংগ্রহ দেখিয়ে প্রায় ৩২ লাখ টাকা আত্মসাৎ করেছে।

নিজের ফেসবুক পোস্টে আবু তালেব মিয়া লেখেন, ‘কে বা কাহারা ইহার সাথে জড়িত, অনতিবিলম্বে তদন্তসাপেক্ষে দোষীদের সাব্যস্ত করা হোক। এ ধরনের কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা এই অপচেষ্টায় লিপ্ত, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। শৈলকুপায় আর কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।’

এই অভিযোগের পর এখনও পর্যন্ত স্থানীয় প্রশাসন কিংবা খাদ্য বিভাগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আবু তালেব মিয়ার ফেসবুক পোস্ট শৈলকুপা ছাড়িয়ে গোটা ঝিনাইদহ জেলায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ কৃষকসহ স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা