চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৫ ১৯:৫২ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫ ২০:৪২ পিএম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও নগদ টাকাসহ জাদু নামে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক জাদু ওই গ্রামের মৃত দেলবার মণ্ডলের ছেলে।
বৃহস্পতিবার (১৯ জুন) মধ্যরাতে হারদী সেনা ক্যাম্পের সদস্যরা ও আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে জাদুর বাড়ি থেকে ১টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি, ৫টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করে।
সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকায় জাদু অবৈধ অস্ত্র ব্যবসা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় তার ওপর গোয়েন্দা নজরদারি ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করে।
অভিযানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা সেনা ও পুলিশের যৌথ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। এই ধরনের অভিযান সাধারণ মানুষের নিরাপত্তা ফিরিয়ে আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান বলেন, সেনাবাহিনী জাদু নামে একজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।