× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলমডাঙ্গায় সেনা অভিযানে অস্ত্র-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৫ ১৯:৫২ পিএম

আপডেট : ২০ জুন ২০২৫ ২০:৪২ পিএম

আলমডাঙ্গায় সেনা অভিযানে অস্ত্র-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও নগদ টাকাসহ জাদু নামে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক জাদু ওই গ্রামের মৃত দেলবার মণ্ডলের ছেলে।

বৃহস্পতিবার (১৯ জুন) মধ্যরাতে হারদী সেনা ক্যাম্পের সদস্যরা ও আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে জাদুর বাড়ি থেকে ১টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি, ৫টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করে।

সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকায় জাদু অবৈধ অস্ত্র ব্যবসা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় তার ওপর গোয়েন্দা নজরদারি ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করে।

অভিযানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা সেনা ও পুলিশের যৌথ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। এই ধরনের অভিযান সাধারণ মানুষের নিরাপত্তা ফিরিয়ে আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান বলেন, সেনাবাহিনী জাদু নামে একজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা