× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশকে সাম্রাজ্যবাদের গুটি বানানোর চক্রান্ত বন্ধের দাবিতে বাসদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২০ জুন ২০২৫ ১৯:৪৩ পিএম

দেশকে সাম্রাজ্যবাদের গুটি বানানোর চক্রান্ত বন্ধের দাবিতে বাসদের বিক্ষোভ

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার পরিকল্পনা বাতিল ও মানবিক করিডোরের নামে বাংলাদেশকে সাম্রাজ্যবাদের গুটি বানানোর চক্রান্ত বন্ধের দাবিতে বাসদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) সকালে বরিশাল নগরীর সদর রোডে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাসদের বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী।

এ সময় বক্তারা বলেন, দেশের আমদানি ও রপ্তানির প্রধান গেটওয়ে চট্টগ্রাম বন্দর। দেশের মোট আমদানি-রপ্তানির ৮০ শতাংশের বেশি হয় এই বন্দর দিয়ে। দেশের মোট কনটেইনার পণ্য ওঠা-নামার ৫৫ শতাংশই হয় নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল দিয়ে। ফলে শুধু চট্টগ্রাম বন্দরই নয়, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এনসিটি।

বক্তরা আরও বলেন, বিগত সময়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ইজারা ও সুবিধা দিয়ে অন্য দেশকে খুশি রাখা হয়েছিল, ঠিক একই পন্থায় অন্তর্বর্তী সরকার বন্দর চুক্তির মাধ্যমে সাম্রাজ্যবাদী শক্তির সুবিধা দিতে চাচ্ছে। দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড নামের যে বিদেশি কোম্পানিকে নিউ মুরিং বন্দর দেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার, এই কোম্পানির সঙ্গে আমেরিকান নেভির সরাসরি চুক্তি রয়েছে। এই কোম্পানি আন্তর্জাতিকভাবে যেসব দেশে বন্দর পরিচালনা করে, সেখানে আমেরিকান নেভির জাহাজ ভিড়তে পারবে। দক্ষিণ এশিয়াতে আমেরিকান ঘাঁটি না থাকায় চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে বাংলাদেশকে ঘাঁটি বানিয়ে এই এলাকায় আধিপত্য বিস্তার করার পরিকল্পনা উড়িয়ে দেওয়া যায় না। আবার মানবিক করিডোরের নামে রাখাইন রাজ্যে আরাকান আর্মিকে সহায়তা করার যে আত্মঘাতী পরিকল্পনা সরকার করছে, সেই পরিকল্পনা মিয়ানমারসহ এই অঞ্চলের সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে আমাদের স্থায়ী দ্বন্দ্বের জন্ম দেবে, যার কোনো প্রয়োজন নেই। এমনকি জাতিসংঘ ও বলেছে, তারা এই করিডোরের কথা কখনও বলেনি। তবুও অন্তর্বর্তী সরকার অতিউৎসাহী হয়ে এ ধরনের আত্মঘাতী পরিকল্পনা করা সাম্রাজ্যবাদী প্রভুদের খুশি করার জন্য কি না তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

বক্তারা আরও বলেন, আমেরিকা যে দেশের বন্ধু হয় তাদের নতুন করে শত্রু প্রয়োজন হয় না। আমেরিকা বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে এমন কিছু চুক্তির মাধ্যমে ঢুকে পড়ে, পরবর্তী সময়ে সেই দেশকে কাজে লাগিয়ে তাদের স্বার্থসিদ্ধি করে। বক্তারা বলেন, বন্দর ইজারা দেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ না।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেনÑ বাসদের বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম, সদস্য শহিদুল শেখ, গাজী মোহাম্মদ বেল্লাল হোসেন, সুজন আহমেদ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা