× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইন্দুরকানীতে কয়লা বোঝাই ট্রাকসহ খালে ভেঙে পড়ল বেইলি ব্রিজ

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৫ ১৭:২৩ পিএম

আপডেট : ২০ জুন ২০২৫ ১৭:৩৫ পিএম

ইন্দুরকানীতে কয়লা বোঝাই ট্রাকসহ খালে ভেঙে পড়ল বেইলি ব্রিজ

পিরোজপুরের ইন্দুরকানীতে ধারণক্ষমতার অতিরিক্ত কয়লা বোঝাই একটি ট্রাকসহ খালের মধ্যে ধসে পড়েছে মালবাড়ি বেইলি সেতু। শুক্রবার (২০ জুন) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পিরোজপুর-কলারন মহাসড়কে এ ঘটনা ঘটে।

সেতু ধসে পড়ায় ভোর রাত থেকেই ওই সড়কের দুই পাশে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে কলারন, সন্ন্যাসী, ইন্দুরকানি-পিরোজপুর রুটসহ আশপাশের কয়েকটি এলাকার হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনার কয়রা উপজেলা থেকে শুক্রবার রাতে কয়লা বোঝাই একটি ট্রাক উপজেলার কচা নদী সংলগ্ন খোলপটুয়ার আরওয়ান ব্রিকসের দিকে যাচ্ছিল। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ধারণ ক্ষমতার বেশি কয়লা নিয়ে সেতুটি পার হওয়ায় ট্রাকটি এ দুর্ঘটনার কবলে পড়ে। ট্রাকটিতে আনুমানিক ১০ টনের বেশি কয়লা ছিল বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও হেলপার পলাতক। স্থানীয়দের ধারণা, তারা দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছেন। তারা আরও বলেন, কিছুদিন আগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এবং ৫ টনের বেশি ওজনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে দুপাশে সতর্কতামূলক সাইনবোর্ড টানিয়ে দেয়।

দুর্ঘটনার খবর পেয়ে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সাগর জমাদ্দার, উপ-সহকারী প্রকৌশলী মো. রেজাউল করিম এবং কার্যসহকারী সুধাংশু শিকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে ভেঙে পড়া সেতুটি মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে যানবাহন ও জনসাধারণের চলাচল স্বাভাবিক হয়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, সেতুটি দিয়ে ধারণক্ষমতার অতিরিক্ত কয়লাবোঝাই ট্রাক সেতুর ওপর উঠলে সেটি ভেঙে পড়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা