নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৫ ২২:০২ পিএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী আনোয়ারা বেগমকে হত্যার দায়ে স্বামী মানিক পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক আসামির উপস্থিতিতে এই রায় দেন।
আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম মাসুম জানান, দাম্পত্য কলহের জেরে মানিক পাটোয়ারী তার স্ত্রীকে হত্যা করেছেন বলে আদালতে প্রমাণিত হয়েছে। আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে মানিক পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
আদালতে পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২৩ সালের ১৮ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। সেদিন মানিক পাটোয়ারী তার স্ত্রী আনোয়ারা বেগমকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেন। এই ঘটনায় নিহতের মেয়ে স্বর্ণালী মামলাটি করেন।