বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৫ ২০:৩৭ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৫ ২০:৪১ পিএম
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামে বিষপ্রয়োগ ও অ্যাসিড ঢেলে ১৪ বছর বয়সি শিশু হোসাইন হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে বুড়িচং থানা-পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জুন) মধ্যরাতে কুমিল্লার চান্দিনা উপজেলায় আসামিদের মামাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লার বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেনÑ কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের সোলাইমানের ছেলে আলাউদ্দিন (২২) ও সাইমুন (১৬)।
পুলিশ জানায়, মাস দুয়েক আগে উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের মইনুল হোসেনের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। এতে সাইমুন নামে এক যুবকের জড়িত থাকার অভিযোগ গ্রাম্য সালিশে প্রমাণিত হলে তাকে ৫ হাজার জরিমানা করা হয়। সালিশ করেন হোসাইনের বাবা আবু তাহের। এতেই ক্ষুব্ধ হয়ে সাইমুন ও তার ভাই আলাউদ্দিন গত ৩১ মে হোসাইনকে ডেকে নিয়ে জোরপূর্বক বিষ পান করায়। অ্যাসিড ছুড়ে দেয় তার অণ্ডকোষে। গুরুতর আহত অবস্থায় টানা ১২ দিন কুমিল্লা জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গত বুধবার মারা যায় শিশু হোসাইন।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, শিশু হোসাইন হত্যা ঘটনায় দুজনের নাম উল্লেখ করে নিহতের মা শাহিনা আক্তার বাদী হয়ে মামলা করেন। বৃহস্পতিবার মধ্যরাতে আসামিদের গ্রেপ্তার করে দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।