নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১৯ জুন ২০২৫ ২০:৩২ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৫ ২০:৪৪ পিএম
বরিশালের উজিরপুর পৌর শহরে এক বিধবা নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলেয়া বেগমের (৬০) অর্ধগলিত মরদেহ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে নিজ বাড়ি থেকে উদ্ধার করে থানা পুলিশ।
উজিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভিআইপি রোড এলাকার একটি বসতবাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত আলেয়া বেগম মৃত নুরে আলম তালুকদারের স্ত্রী এবং তিন সন্তানের জননী।
প্রতিবেশী আফসানা বেগম বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আলেয়া বেগমকে খুঁজতে গিয়ে ঘরের দরজা খোলা দেখতে পাই। ঘরে ঢুকে ফ্লোরে উলঙ্গ অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন আসে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত আলেয়া বেগমের একমাত্র ছেলে চাকরির সুবাদে ঢাকায় থাকেন এবং দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তিনি একাই বসবাস করতেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার পর উজিরপুর ও বানারীপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) একরামুল আহাদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের নির্দেশ দেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুদিন আগে তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। হত্যার আগে ধর্ষণের ঘটনাও ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।