× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকুন্দিয়ায় ব্যবসায়ী শরিফ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৯ জুন ২০২৫ ২০:২৯ পিএম

আপডেট : ১৯ জুন ২০২৫ ২০:৪৫ পিএম

পাকুন্দিয়ায় ব্যবসায়ী শরিফ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সালুয়াদী বাজারের ব্যবসায়ী শরীফ মিয়া হত্যা মামলার আসামি শান্ত (২২) এবং জাহেদুল ইসলাম পরশ (১৯) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৮ জুন) রাতে পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. ইউসুফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃত শান্ত মিয়া সালুয়াদী গ্রামের জালাল উদ্দীনের ছেলে এবং পরশ একই এলাকার ইমাম হোসেন মোড়লের ছেলে। এর আগে এই মামলার প্রধান আসামি ইমাম হোসেন মোড়লকে গত (১৮ মে) গ্রেপ্তার করা হয়েছিল। নিহত শরীফ মিয়া একই এলাকার মৃত খায়রুজ্জামানের ছেলে। তিনি পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী ছিলেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, ডিএমপি উত্তরা বিভাগের দক্ষিণখান থানধীন ফায়দাবাদ এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে তারা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার রাতে ওই বাসায় অভিযান চালিয়ে শান্ত ও পরশকে গ্রেপ্তার করে র‍্যাব ১৪ ও পুলিশের যৌথ আভিযানিক দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শরীফ হত্যাকাণ্ডে সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। শান্ত ও পরশকে গ্রেপ্তারের মধ্য দিয়ে শরীফ হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হলো। অন্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা