× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সম্মেলন ঘিরে জাপায় অভ্যন্তরীণ কোন্দল

রংপুর অফিস

প্রকাশ : ১৯ জুন ২০২৫ ২০:২৩ পিএম

সম্মেলন ঘিরে জাপায় অভ্যন্তরীণ কোন্দল

দশম জাতীয় সম্মেলন সামনে রেখে জাতীয় পার্টিতে অভ্যন্তরীণ অস্থিরতা স্পষ্ট হয়ে উঠেছে। দলের চেয়ারম্যান জিএম কাদেরকে নেতৃত্ব থেকে সরাতে তৎপর একটি অংশ। তবে এ ধরনের তৎপরতাকে ষড়যন্ত্র বলে মনে করছেন দুর্গ রংপুরের জাতীয় পার্টির নেতাকর্মীরা।

তারা জিএম কাদেরের নেতৃত্বে পূর্ণ আস্থা রেখে সম্মেলনকে স্বাগত জানালেও সতর্ক করে দিয়েছেন, বর্তমান নেতৃত্বকে পাশ কাটিয়ে কেউ পৃথকভাবে কোনো কর্মসূচি চালাতে চাইলে রংপুর থেকে তাতে সমর্থন মিলবে না।

জাতীয় পার্টি নেতারা জানান, বাংলাদেশে রাজনীতির ধারাবাহিকতায় দলীয় প্রধানের উত্তরসূরিরা নেতৃত্বে আসাই স্বাভাবিক। বিএনপিতে যেমন জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী ও পরবর্তীতে পুত্র তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন, তেমনি জাতীয় পার্টিতে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর তার ভাই জিএম কাদেরই দল চালিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন এরশাদের পাশে থেকে রাজনীতি করা এবং সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকায় জিএম কাদেরকেই জাতীয় পার্টির নিরাপদ ভবিষ্যৎ হিসেবে দেখছেন রংপুরের নেতারা।

তারা বলেন, অতীতে জাতীয় পার্টি থেকে বেরিয়ে অনেক নেতা নতুন দল গড়লেও রংপুর তথা উত্তরবঙ্গ থেকে তারা সমর্থন পায়নি। ফলে দলগুলো নামসর্বস্ব হয়েই রয়ে গেছে।

রংপুরের নেতারা অভিযোগ করেন, এরশাদের জীবদ্দশায় রওশন এরশাদপন্থিরা দলে ভাঙন সৃষ্টি, একনায়ক শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণসহ নানা ষড়যন্ত্র করেছিল। বর্তমানে সেই ‘অপশক্তিই’ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে বলে অভিযোগ তাদের।

তারা বলেন, কেন্দ্রীয় কমিটির আয়োজিত সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে চেয়ারম্যান ও মহাসচিব নির্বাচিত হবে। এর বাইরে কোনো প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ গ্রহণযোগ্য হবে না।

জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ আলী বলেন, শোনা যাচ্ছে একটি পক্ষ একই দিনে আলাদা সম্মেলনের উদ্যোগ নিচ্ছে। ২০১৪ সালের একতরফা নির্বাচনে জাতীয় পার্টিকে বাধ্য করা, এমনকি ২০১৮ সালেও একই রকম ষড়যন্ত্র হয়েছিল। তিনি জিএম কাদেরকে দলীয় সিদ্ধান্তের একমাত্র অধিকারী বলে উল্লেখ করেন।

রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির আহমেদ বলেন, আনিছুল ইসলাম মাহমুদ আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছেন। তিনিই এরশাদকে বাধ্য করেছিলেন নির্বাচনে অংশ নিতে। এখন তিনি দল ভেঙে বিএনপি ঘেঁষা নতুন দল গড়তে চাইছেন। দলকে পরিচ্ছন্ন রাখতে জিএম কাদেরের উচিত আনিছুল ইসলাম মাহমুদের মতো ষড়যন্ত্রকারীদের বহিষ্কার করা।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ২৮ জুন সম্মেলনের কথা থাকলেও সরকারের বাজেট কার্যক্রম থাকায় ভেন্যু পরিবর্তনের প্রয়োজন হয়েছে। তবে কেন্দ্রীয় কমিটি নতুন তারিখ ঘোষণা করলে তৃণমূলের কাউন্সিলররা ভোট দিয়ে নেতৃত্ব নির্ধারণ করবেন।

তিনি বলেন, জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে ঠিকই, তবে তা মরুভূমিতে পানি ছিটানোর মতোই বৃথা যাবে। রংপুর বিভাগের জাতীয় পার্টি তার নেতৃত্বে ১০০ ভাগ ঐক্যবদ্ধ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা