নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৫ ১৭:৪৪ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৫ ১৭:৫০ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচর লালখা এলাকায় বস্তাবন্দি অবস্থায় যুবক জনি সরকারের লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে। পুলিশ নিহতের বাবা করুনা সরকার এবং মা অনিতা রানী সরকারকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১৮ জুন) রাতে ফতুল্লার লালখা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনেই ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন।
গত মঙ্গলবার সকালে ফতুল্লার শিয়াচর লালখা এলাকা থেকে জনি সরকারের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতেই নিহতের বাবা করুনা সরকার নিজে ফতুল্লা মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তার করুনা সরকার ও অনিতা রানী সরকার ফতুল্লার শিয়াচর লালখা এলাকার দুলালের বাড়িতে ভাড়া থাকেন। তাদের ছেলে জনি সরকার ‘মাদকাসক্ত এবং বখাটে স্বভাবের’ ছিলেন। মাদকের টাকার জন্য ছেলে প্রতিনিয়ত বাবা-মাকে চাপ দিতেন এবং মারধর করতেন। গত সোমবার রাতেও টাকার জন্য জনি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এতে তারা অতিষ্ঠ হয়ে পড়েন।
ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার খেয়ে জনি সরকার ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় তাকে প্রথমে রুটি বানানোর কাঠের বেলুন দিয়ে মাথায় এবং মুখে আঘাত করা হয়। এতে জনি অচেতন হয়ে পড়লে তার বাবা শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করেন।
পুলিশের ভাষ্যমতে, হত্যার পর রাত ২টার দিকে জনির বাবা নিজেই তার হাত-পা বেঁধে একটি বস্তায় ভরেন। এরপর বস্তাটি মাথায় করে নিয়ে লালখা মোস্তফার বাড়ির গলির ড্রেনে ফেলে আসেন। পুলিশ লাশ উদ্ধারের পর তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যার সঙ্গে জড়িতদের বিষয়ে নিশ্চিত হয় এবং পরে এ দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উভয়েই ছেলেকে হত্যার বিস্তারিত বর্ণনা দিয়ে অপরাধ স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।