× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে অবৈধ পাথর-বালু উত্তোলন বন্ধে বিজিবির টাস্কফোর্স অভিযান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুন ২০২৫ ২১:৫৪ পিএম

সিলেটে অবৈধ পাথর-বালু উত্তোলন বন্ধে বিজিবির টাস্কফোর্স অভিযান

সিলেটে অবৈধ পাথর-বালু উত্তোলন বন্ধে বিজিবির টাস্কফোর্স অভিযান

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলং এলাকায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন বন্ধে এবং অনুমোদনবিহীন স্টোন ক্রাশার মেশিনগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

 অভিযানে ৬৭টি স্টোন ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার ও স্টোন ক্রাশার মেশিনগুলো জব্দ করা হয়েছে।

বুধবার (১৮ জুন) বেলা ১১টা থেকে বিকাল পৌনে ৫টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিদ্যুৎ বিভাগ, পরিবেশ অধিদপ্তর, পুলিশ, বিজিবি ও বন বিভাগের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। 

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, বিজিবি শুধু সীমান্ত সুরক্ষার দায়িত্বই পালন করছে না, পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং সীমান্তবর্তী অঞ্চলের পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, জাফলং এলাকায় দীর্ঘদিন ধরে যেসব স্টোন ক্রাশার মেশিন চালু ছিল, তা সম্পূর্ণভাবে বেআইনি এবং পরিবেশ বিধ্বংসী। এসব কর্মকাণ্ড বন্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা