নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৫ ২১:৫১ পিএম
নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার একটি পোশাক কারখানার বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টায় হাকিম প্লাজা মার্কেটের তৃতীয় তলায় একটি গোডাউনে এ আগুন লাগে।
মুহূর্তের মধ্যে আগুন চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তিনটি ইউনিট কাজ করে দুই ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি।
আগুনে বেশ কয়েকটি দোকানের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।