বুড়িচং
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৫ ২১:৪৯ পিএম
নিহত মো. হোসাইন।
কুমিল্লার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে চুরির ঘটনায় গ্রাম্য সালিশে বিচার করায় প্রতিশোধ নিতে এক নিষ্পাপ কিশোরকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৪ বছর বয়সি এক কিশোরকে বিষ খাইয়ে এবং তার অণ্ডকোষে এসিড ঢেলে হত্যার অভিযোগ উঠেছে অভিযুক্ত চোর ও তার ভাইয়ের বিরুদ্ধে।
নিহত কিশোরের নাম হোসাইন। সে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের আবু তাহেরের ছেলে এবং শিকারপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।
এ ঘটনায় নিহতের মা শাহানারা আক্তার বাদী হয়ে বুড়িচং থানায় দুজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। বুধবার (১৮ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।
স্থানীয় সূত্র জানা গেছে, গত ৩১ মে বিকালে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে হোসাইনকে রাস্তা থেকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর তাকে বেঁধে জোরপূর্বক বিষ খাওয়ানো হয় এবং পাশবিক কায়দায় তার অণ্ডকোষে এসিড ঢেলে দেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে শিকারপুর গ্রামের মঈনুল হোসেনের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। তদন্তে সাইমুন নামের এক যুবক দোষী প্রমাণিত হলে গ্রাম্য সালিশে বিচারক হিসেবে হোসাইনের বাবা আবু তাহের তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এতে সাইমুন ও তার ভাই আলাউদ্দিন ক্ষুব্ধ হয়ে ওই ঘটনার প্রতিশোধ নিতে হোসাইনকে বেছে নেয়। হোসাইন ১২ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, নিহত কিশোরের পরিবারের করা মামলায় দুজনকে আসামি করা হয়েছে। মামলার ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।