প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জুন ২০২৫ ২১:৩২ পিএম
বরিশালের বাকেরগঞ্জে আসমা বেগম নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর একটি মৎস খামার থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুটি ঘটনাই স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদকদের পাঠানো প্রতিবেদনÑ
বাকেরগঞ্জ (বরিশাল) : বরিশালের বাকেরগঞ্জে আসমা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কলসকাঠী গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আসমা বেগম ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, নিহতের ছেলে আসিম বিল্লাহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
শেরপুর : শেরপুরের শ্রীবরদী উপজেলার তাঁতিহাটি ইউনিয়নের বটতলা মৃদাবাড়ি এলাকায় বুধবার (১৮ জুন) সকালে একটি মৎস্য খামারের পুকুরে ভেসে থাকা অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেনÑ স্থানীয় রাজমিস্ত্রি সেলিম মিয়ার মেয়ে সকাল আক্তার (৭) ও অটোরিকশা চালক স্বপন মিয়ার মেয়ে স্বপ্না খাতুন (৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ থাকা শিশুদের খোঁজ না পেয়ে স্বজনরা সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে ও মাইকিং করে সবার সহযোগিতা চান। পরদিন সকালে একটি পুকুরে মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা এটিকে রহস্যজনক মৃত্যু বলে দাবি করছেন। ঘটনাস্থল ওই শিশুদের বাড়ি থেকে অনেক দূরে, পুকুরে গোসলের উপযোগী পরিবেশও নেই, এমনকি শিশুদের গায়ের পোশাকও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ছাড়া মাসখানেক আগেও ওই পুকুরে এক ব্যক্তি রহস্যজনকভাবে মারা যান বলে দাবি করেছেন এলাকাবাসী।
শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশুদের শরীরে পোশাক না থাকায় ঘটনাটি সন্দেহজনক। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।