ফেনী
ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৫ ২১:৩০ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৫ ২২:৪২ পিএম
দীর্ঘদিন পর ফেনী সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শুক্রবার (২০ জুন) জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হবে। মোট ১১৫টি শূন্য পদে নিয়োগ পেতে অংশ নিচ্ছেন ১২ হাজার ৪৪৮ জন চাকরিপ্রার্থী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাস্থ্য বিভাগের পাঁচটি পদের জন্য এ নিয়োগ পরীক্ষা নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ৯৯টি স্বাস্থ্য সহকারী, পাঁচজন পরিসংখ্যানবিদ, ছয়জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, একজন ল্যাব টেকনিশিয়ান এবং চারজন ড্রাইভারের পদ। এসব পদে ২০১৮, ২০২৪ ও ২০২৫ সালে বিভিন্ন প্রজ্ঞাপন অনুসারে আবেদন করা প্রার্থীরা পরীক্ষায় অংশ নেবেন।
আরও জানা গেছে, নিয়োগ পরীক্ষা আয়োজন করছে জেলা স্বাস্থ্য বিভাগ। পরীক্ষা পরিচালনা ও নজরদারিতে থাকবে বিভাগীয় পরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
ফেনী শহরে ১৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য বিভাগ জানায়, নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য সহকারী পদের জন্য ৮০ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে, পরিসংখ্যানবিদ, কম্পিউটার অপারেটর, ল্যাব টেকনিশিয়ান ও ড্রাইভার পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষা হবে।
এ নিয়োগ পরীক্ষা ঘিরে জেলার চাকরিপ্রত্যাশীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যাচ্ছে। স্বাস্থ্য খাতের এ নিয়োগ পরীক্ষাকে অনেকে দেখছেন ক্যারিয়ার গড়ার এক সুবর্ণ সুযোগ হিসেবে। আশ্রাফ নামে এক চাকরিপ্রত্যাশী বলেন, ‘আবেদন করেছি, প্রস্তুতিও ভালো আছে। যদি স্বচ্ছতা নিশ্চিত করা যায়, আমাদের মতো বেকারদের জন্য বড় সুযোগ তৈরি হবে। আশা করছি প্রশ্নপত্র ফাঁসসহ বাংলাদেশে চাকরির বাজারে তদবিরের যে রীতি রয়েছে, সেটি এ পরীক্ষায় ঘটবে না।’
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম বলেন, ‘অনেক বছর পর এ নিয়োগ পরীক্ষা হবে। আমরা স্বচ্ছ ও তদবিরমুক্ত নিয়োগ নিশ্চিতে কঠোর প্রস্তুতি নিয়েছি। মেধাবী ও যোগ্য প্রার্থীরাই নিয়োগ পাবেন। পরীক্ষার দিন রাতেই ফলাফল বের হবে।’