যশোর অফিস
প্রকাশ : ১৮ জুন ২০২৫ ১৯:৫২ পিএম
যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেখ আমির হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ই জুন) ভোরে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত শেখ আমির হোসেন বাঘারপাড়ার জহুরপুরের মৃত শেখ মকছেদ আলীর ছেলে।
এর আগে মঙ্গলবার দুপুরে তার করোনা শনাক্ত হয়।
হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. রবিউল ইসলাম তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ৫ জুন আমির হোসেন যশোর জেনারেল হাসপাতালের মডেল ওয়ার্ডে পেটে ব্যথা নিয়ে ভর্তি হন। এতদিন তিনি ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। রবিবার তার নতুন করে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসক তাকে আইসিইউতে রেফার করেন। কিন্তু সেখান শয্যা না থাকায় তিনি মডেল ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার সকালে আইসিইউতে শয্যা ফাঁকা হলে তাকে সেখানে নেওয়া হয়। পরে তার করোনা পরীক্ষা করা হলে পজিটিভ আসে।
যশোরের সিভিল সার্জন মো. মাসুদ রানা বলেন, আতঙ্ক না হয়ে সবাইকে সচেতন হতে হবে। নিয়মিত মুখে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে।