× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকুন্দিয়ায় বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, হামলা, লুটপাট, আগুন

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৮ জুন ২০২৫ ১৯:৫২ পিএম

আপডেট : ১৮ জুন ২০২৫ ২০:০৩ পিএম

পাকুন্দিয়ায় বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, হামলা, লুটপাট, আগুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্বশত্রুতার জেরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় স্থানীয় তিন আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।

বুধবার (১৮ জুন) ভোরে উপজেলার পৌর সদরের কুঁড়তলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কাতার বাজার এলাকায় যুবদল নেতা ও বিএনপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

গুরুতর আহতরা হলেনÑ পাকুন্দিয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ ও বিএনপি কর্মী নজরুল ইসলাম। তাদের প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দুজনকেই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কাতার বাজার এলাকায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ ও বিএনপি কর্মী নজরুল ইসলামকে কুপিয়ে আহত করে করা হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দুজনকেই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হামলার সময় একটি মোটরসাইকেল আটক করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। সেই মোটরসাইকলটি আওয়ামী নেতা সাদ্দামের বলে শনাক্ত করেছে স্থানীয়রা।

এর জেরে বুধবার সকালে উপজেলার কুড়তলা এলাকার ঈসামুদ্দিন মাস্টারের বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ হামলায় ঘরবাড়ি ভাঙচুর করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায় এবং ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় সাদ্দামের দুই প্রতিবেশী মোস্তফা ও হুমায়ুনের বাড়িতেও হামলা চালায় ক্ষুব্ধরা।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াৎ হোসনের সঙ্গে ফোনে কথা হলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের মধ্যে মারামারির ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এটি দলীয় সংঘর্ষ কিনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এসব ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা