× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালীতে গ্রাম আদালত নিয়ে কর্মশালা

এনায়েতুর রহমান, পটুয়াখালী

প্রকাশ : ১৮ জুন ২০২৫ ১৯:৪৮ পিএম

আপডেট : ১৮ জুন ২০২৫ ২১:৪৩ পিএম

পটুয়াখালীতে কর্মশালায় বুধবার প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। প্রবা ফটো

পটুয়াখালীতে কর্মশালায় বুধবার প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। প্রবা ফটো

পটুয়াখালীতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বুধবার (১৮ জুন) সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে স্থানীয় সার্কিট হাউজ হলরুমে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহায়তায় জেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজেদুল ইসলাম।

কর্মশালার সভাপতি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা স্বাগত বক্তব্য রাখেন। গ্রাম আদালতের কার্যক্রম, প্রচারমূলক কর্মকাণ্ড এবং স্থানীয় সরকারি ও বেসরকারি সংস্থার ভূমিকা বিষয়ে একটি বিস্তারিত পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন এনভিসিবি-৩ প্রকল্পের জেলা ব্যবস্থাপক রকিবুল ইসলাম।

দিনব্যাপী এই কর্মশালায় স্থানীয় সরকার সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, ইউপি সদস্য, বিভিন্ন বেসরকারি সংস্থাসহ ৪১ জন প্রতিনিধি অংশ নেন।

কর্মশালার মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করার উদ্দেশ্যে বিভিন্ন পর্যায়ের অংশীজনদের মধ্যে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রস্তাবনা পেশ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা