হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৫ ১৯:৪৪ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৫ ২০:০৪ পিএম
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক এক বাংলাদেশি কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতের সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ।
মঙ্গলবার (১৭ জুন) রাত ১০টার দিকে দিনাজপুরের হিলি সীমান্তের ২৮৪ নম্বর পিলারের নিকটবর্তী স্টেশন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে ওই কিশোরকে ফেরত দেয় বিএসএফ।
ফেরত আসা কিশোরের নাম আল আমিন হোসেন (১৬)। সে হবিগঞ্জ জেলার সদর থানার কালিগাছতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক বলেন, গত ১৪ জুন আল আমিন সিলেটের জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরে ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাট হয়ে (ভারত হিলি) সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে, সীমান্ত পিলার ২৮৫/৫ এস থেকে আনুমানিক ১০ গজ ভারতের অভ্যন্তরের দক্ষিণপাড়া হিলি এলাকা থেকে তাকে আটক করে বিএসএফ। পরে মঙ্গলবার রাতে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, আটক কিশোরের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত নিরাপত্তা এবং পুশইন রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।