চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৫ ১৯:৩৮ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৫ ২১:৪২ পিএম
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাফর আলমকে কক্সবাজারের চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়েছে।
বুধবার (১৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে জেলা পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে আদালতে আনা হয়।
জাফর আলমকে আদালতে তোলার খবরে আদালত চত্বর এবং আশপাশের আধা কিলোমিটার এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যেও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী জাফর আলমের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে।
আদালত সূত্র জানা গেছে, চকরিয়া ও পেকুয়া থানায় দায়েরকৃত একাধিক হত্যা এবং বিস্ফোরক আইনের মামলাসহ বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। বুধবার এসব মামলার শুনানি শেষে বিচারক মো. আনোয়ারুল কবির চকরিয়া থানার ৫টি ও পেকুয়া থানার ২টি মামলায় মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসব মামলায় সর্বোচ্চ ৪ দিন ও সর্বনিম্ন ২ দিন করে পৃথকভাবে রিমান্ড দেওয়া হয়। মামলাগুলোর মধ্যে ৬টি হত্যা এবং একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা রয়েছে বলে জানা গেছে।
আদালতের শুনানিকালে জাফর আলমের পক্ষে বিপুলসংখ্যক আইনজীবী অংশ নেন। রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন আদালতের এপিপি অ্যাডভোকেট মো. মঈন উদ্দিন।