নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১৮ জুন ২০২৫ ১৯:৩৫ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৫ ২০:০০ পিএম
নিখোঁজ আদি ইবনে জামান।
চার দিন পেরিয়ে গেলেও কোনো খোঁজ মেলেনি ঢাকায় নিখোঁজ হওয়া বরিশালের বানারীপাড়ার কিশোর আদি ইবনে জামানের। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও ছেলের সন্ধান না পেয়ে হতাশ ও দিশাহারা হয়ে পড়েছেন তার মা-বাবা।
আদি ইবনে জামান (১৩) বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামের মো. মনিরুজ্জামান ও হামিদা জামানের ছোট ছেলে। সে ঢাকার বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
গত ১৫ জুন সকাল ৯টা ২০ মিনিটে ঢাকার মিরপুর সেনপাড়া পর্বতার নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি আদি। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ওই দিনই সন্ধ্যায় আদির বাবা, ব্যাংক কর্মকর্তা মনিরুজ্জামান কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৮৪৯) করেন।
নিখোঁজ ছেলের বর্ণনায় মনিরুজ্জামান বলেন, আদির নিখোঁজ হওয়ার সময় পরনে ছিল নীল রঙের জিন্সের ফুলপ্যান্ট ও পেস্ট রঙের টি-শার্ট। গায়ের রং ফর্সা, চুল ছোট, উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি এবং স্বাস্থ্য মাঝারি।
আদির মামা বানারীপাড়া পৌর বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েল বলেন, গত ১৫ জুন সকাল থেকে আমরা সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। পরবর্তীতে কাফরুল থানায় জিডি করা হয়েছে।
কাফরুল থানার উপপরিদর্শক মো. জহুরুল ইসলাম বলেন, নিখোঁজ ছাত্র আদিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। বাসা ও আশপাশের সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। প্রযুক্তি ও সোর্স ব্যবহারের মাধ্যমে অনুসন্ধান অব্যাহত রয়েছে। ছেলেটি তার মায়ের মোবাইল ব্যবহার করে বন্ধুদের সঙ্গে কথা বলতোÑ সেই সূত্র ধরে সিডিআর সংগ্রহের কাজ চলছে।