শ্রীপুর (মাগুরা) প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৫ ১৭:২৩ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৫ ১৭:৪৫ পিএম
মাগুরার শ্রীপুর উপজেলার বিলসোনাই গ্রামে জমি ও রাস্তাকে কেন্দ্র করে তিন ব্যক্তির বিরোধে অন্তত ১৫ পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। শতবর্ষ পুরনো চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দেওয়ায় এখন কেউ ঘর থেকে বের হতে পারছেন না। বন্ধ হয়ে গেছে মাঠে যাওয়া ও কৃষিকাজও।
ঘটনাটি ঘটেছে উপজেলার আমলসার ইউনিয়নের বিলসোনাই গ্রামে। স্থানীয় নাজির সরকার, সাত্তার মণ্ডল ও কাছেদ কাজীর মধ্যে জমি ও গাছ কাটাকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, গ্রামের মাঝখান দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি রাস্তার দুপাশে প্রায় ১৫টি পরিবার বসবাস করছে। সেই রাস্তায় কাছেদ কাজীর লাগানো একটি বরইগাছের কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হলেও তা না কাটায় স্থানীয়দের চলাচল বাধাগ্রস্ত হয়। এর মধ্যে নাজির সরকার রাস্তার পাশে ঘর নির্মাণ শুরু করলে প্রতিবেশী সাত্তার মণ্ডল তার জমির পুরো অংশে বাঁশের বেড়া দিয়ে রাস্তা পুরোপুরি বন্ধ করে দেন।
ফলে ওহাব কাজী, মান্নান কাজী, হাফিজার, নুরুল হোসেন, জিয়াউর, মুক্তার সর্দারসহ অনেকেই জরুরি প্রয়োজনে ঝোপঝাড় পেরিয়ে চলাচল করছেন। অনেকে আবার জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের বেড়ার ফাঁক গলিয়ে যাতায়াত করছেন। যেকোনো ধরনের যানবাহন রাস্তার বাইরে ফেলে রেখে তবেই যেতে হচ্ছে নিজ বাড়িতে।
শুধু পারিবারিক যাতায়াতই নয়, মাঠে যাতায়াতের একমাত্র রাস্তাও বন্ধ হয়ে যাওয়ায় কৃষক ও দিনমজুররা কাজ বন্ধ রেখে বসে আছেন। দুর্ভোগে পড়েছে আশপাশের গ্রামের মানুষও।
ভুক্তভোগীরা জানিয়েছেন, বাপ-দাদার আমল থেকে এ রাস্তা ব্যবহার করছি। এখন হঠাৎ করে রাস্তা বন্ধ করে দেওয়ায় আমরা অবরুদ্ধ। দ্রুত এই সমস্যার সমাধান চাই।
এ বিষয়ে কাছেদ কাজী বলেন, রাস্তার কাজ শুরু হলে আমি গাছ কেটে দেব।
নাজির সরকারের দাবি, আমি রাস্তার জায়গা ছেড়ে ঘর করেছি। কিন্তু সাত্তার মণ্ডল পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে।
অন্যদিকে সাত্তার মণ্ডল বলেন, নাজির সরকার রাস্তার কোনো জায়গা না রেখেই ঘর শুরু করেছিল, তাই আমিও আমার জমি বেড়া দিয়ে ঘিরে দিয়েছি। নাজির সরকার জায়গা ছাড়লে আমিও ছাড়ব।