চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৭ জুন ২০২৫ ২২:১৭ পিএম
চট্টগ্রাম মহানগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের নতুন আহ্বায়ক কমিটিকে ‘পকেট কমিটি’ দাবি করে তা বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের একাংশ।
সোমবার (১৬ জুন) ওয়ার্ডের প্রত্যেকটি ব্লক ও ইউনিটের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে বাকলিয়া এক্সেস রোডে বিশাল এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে মনগড়া নতুন কমিটি ঘোষণার পর থেকে তৃণমূল নেতাকর্মীরা এই কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন। ১৭ নম্বর ওয়ার্ডে নিষ্ক্রিয় ও অসাংগঠনিক লোকেরা স্থান পেয়েছেন। গত ১৭ বছরে দলের দুঃসময়ে তাদের কোনো ভূমিকাই ছিল না। এমনকি দলের নেতাকর্মীরাও তাদেরকে চেনেন না। অথচ টাকার বিনিময়ে এসব অযোগ্য লোকরাই কমিটিতে স্থান পেয়েছে। অন্যদিকে গত ১৭ বছর রাজপথে আন্দোলনে-সংগ্রামের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হয়নি। অচিরই এই কমিটি বাতিল ও ত্যাগী, যোগ্যদের মূল্যায়ন না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ আমীন মাহমুদ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইব্রাহীম বাচ্চু, সাবেক সহ-যুব বিষয়ক সম্পাদক মো. ইসমাঈল বাবুল, বাকলিয়া থানা-বিএনপি নেতা মো. ফোরকান হোসেন প্রমুখ।
এর আগে গত ৩ জুন চট্টগ্রাম নগরীর ৩৫টি ওয়ার্ডে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহ ও সাধারণ সম্পাদক নাজিমুর রহমানের সই করা এক চিঠিতে এসব কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়।