× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন কোনো চাঁদাবাজকে ক্ষমতায় আসতে দেব না : চরমোনাই পীর

ময়মনসিংহ প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৫ ২২:১৩ পিএম

নতুন কোনো চাঁদাবাজকে ক্ষমতায় আসতে দেব না :  চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘দেশ থেকে এক চাঁদাবাজ পালিয়েছে, এখন আর কোনো নতুন চাঁদাবাজকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না।’ তিনি অভিযোগ করে বলেন, একটি বিশেষ দল চক্রান্তের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করছে, তবে আলেম সমাজ তা হতে দেবে না। এখনও আবু সাঈদ ও মুগ্ধদের ঋণ শোধ হয়নি উল্লেখ করে তিনি বলেন, সংস্কার এবং শহীদদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না।

মঙ্গলবার (১৭ জুন) বিকালে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোমেনশাহী মহানগর ও সদর শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, ‘ভারত বলল, বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের মাথাব্যথা নেই। এর পরপরই সরকার তড়িঘড়ি করে নড়েচড়ে বসেছে। আমার মনে হয়, সরকারের ওপর ভারত চেপে বসেছে। এ অবস্থান প্রতিহত করা হবে।’ তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিএম রুহুল আমীন, ময়মনসিংহ বড় মসজিদের খতিব মাওলানা আব্দুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের জেলা আহ্বায়ক মাওলানা ওলিউল্লাহ সোবহানি, জামায়াতে ইসলামীর নেতা আব্দুল করিম, মহানগরের আমির কামরুল আহসান ইমরুল, ইসলামী আন্দোলন মহানগর সভাপতি আনোয়ার হোসেন এবং হেফাজতে ইসলামের ময়মনসিংহ অঞ্চলের সভাপতি মাওলানা মুহিবউল্লাহ বক্তব্য দেন।

সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোমেনশাহী মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন।

এ সময় ফুলবাড়িয়া উপজেলার এক বিএনপি নেতা চরমোনাই পীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলনে যোগ দেন। সমাবেশ থেকে ঢাকায় অনুষ্ঠিতব্য আসন্ন মহাসমাবেশে দলে দলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা