শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৫ ২১:১৩ পিএম
গাজীপুরের কাপাসিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় বাসের চাপায় মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলার জামিলারচর এলাকায় এ ঘটনা ঘটে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, কিশোরগঞ্জের ইটনা উপজেলার কৃষ্টপুর গ্রামের আবুল কালামের ছেলে তহিদুল্লাহ মিয়া, একই উপজেলার কমলবুক গ্রামের তানভীর মিয়ার স্ত্রী রত্না আক্তার এবং তাদের শিশু সন্তান শায়ান।
জানা যায়, দুপুরে কিশোরগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা গাজীপুর যাচ্ছিল। কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের উপজেলার চামীরার চর এলাকায় এলে একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে তিনজন নিহত হন।