× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে তিনজনসহ ৫ মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৫ ২০:৫৪ পিএম

নারায়ণগঞ্জে তিনজনসহ ৫ মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ, ঝিনাইদহ ও ভোলায় গত সোমবার ও মঙ্গলবার (১৭ জুন) পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় তিনজনের লাশ উদ্ধরা করা হয়েছে। সোনারগাঁ উপজেলার ভারগাঁও খালপাড়ের বেড়িবাঁধ এলাকা থেকে রতন (৩৮) নামে এক যুবকের গলা ও পায়ের রগ কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার ভারগাঁও ওলামনগর খালের পূর্বপাশ থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত রতন উপজেলার কাচপুর সেনপাড়া এলাকার মালেক মোল্লার ছেলে। তার স্ত্রী-সন্তানকে নিয়ে নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। জেলার রূপগঞ্জের নিখোঁজের এক দিন পর শান্ত সাহা (২৮) নামের এক শিক্ষার্থীর মরদেহ খিলক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে বালু নদের খিলক্ষেত থানাধীন পাতিরা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শান্ত সাহা নরসিংদী জেলার মাধবদী থানাধীন কাশিপুর এলাকার স্বপন সাহার ছেলে। শান্ত সাহা নরসিংদী সরকারি কলেজ থেকে রসায়নে পড়াশোনা শেষ করেছেন। জেলার ফতুল্লায় সড়কের পাশের ড্রেন থেকে জনি সরকার নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টায় ফতুল্লার পূর্ব শিহাচর লালখাঁ এলাকা থেকে লাশ উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত জনি সরকার সিলেট জেলার জামালগঞ্জ থানার বিশ্নপুর গ্রামের করুনা সরকারের ছেলে।

ঝিনাইদহ : ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন পুকুরের পাশে মধু হোসেন (২৮) নামে এক ট্রাকচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুকুরের পাশে বটগাছের ডালে ওই ট্রাকচালকের মরদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মৃত মধু হোসেন ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের হীরাডাঙ্গা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

মনপুরা (ভোলা) : ঘুমন্ত স্বামীর খাটের পাশেই মিলল স্ত্রীর ঝুলন্ত মরদেহ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ বলছেন আত্মহত্যা, কেউ বলছেন খুন। খবর পেয়ে স্বামীকে আটক করেছে পুলিশ। গৃহবধূর উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে ভোলা জেলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২ ওয়ার্ডে ওই গৃহবধূর বাবাবাড়িতে। মনপুরা থানার ওসি আহসান কবির বলেন, গৃহবধূর ঝলন্ত মরদেহ উদ্ধারের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলায় পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা