× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার জেলায় পানিতে ডুবে ছয় শিশুর মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৫ ২০:৫২ পিএম

চার জেলায় পানিতে ডুবে ছয় শিশুর মৃত্যু

দেশের চার জেলায় গত সোম ও মঙ্গলবার (১৭ জুন) ছয় শিশু পানিতে মারা গেছে। রংপুর, দিনাজপুর, গাইবান্ধা ও গোপালগঞ্জে এই মৃত্যুর ঘটনা ঘটে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

রংপুর : রংপুরের পীরগাছায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলোÑ ছাওলা ইউনিয়নের শিবদেব গ্রামের মাইদুল ইসলামের মেয়ে মেধা আক্তার (৮) ও পারুল ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা মুন্নী খাতুন (১২)। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পীরগাছা থানার পরিদর্শক নাহিদ হোসেন ও পারুল ইউপি সদস্য নুরুল আমিন।

তারা স্থানীয়দের বরাত দিয়ে জানান, তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিমদেবু গ্রামে নানা শফিকুল ইসলামের বাড়িতে থাকত মেধা আক্তার। গত সোমবার দুপুর ২টার দিকে বাড়ির পাশে পুকুরসংলগ্ন গাছের নিচে আম কুড়াতে যায় সে। এরই একপর্যায়ে মেধা পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যায়। পরিবারের সদস্যরা মেধাকে বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে তার লাশ পুকুরে ভাসতে দেখে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসকরা মেধাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে পারুল ইউনিয়নের সৈয়দপুরে নানাবাড়িতে থাকত মুন্নী খাতুন। সোমবার বিকাল ৫টার দিকে ঘাঘট নদীতে গোসল করতে নামে মুন্নী ও তার এক বান্ধবী। গোসলের একপর্যায়ে মুন্নী পানিতে তলিয়ে যেতে থাকলে তার বান্ধবী চিৎকার করে। এ সময় আশপাশের লোকজন এসে মুন্নীকে উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল এসে মুন্নীর নিথর দেহ উদ্ধার করে।

পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু উপজেলার হুগলিপাড়ার মোশারফ হোসনের মেয়ে মুশফিকা আক্তার মিম (৯) ও একই এলাকার আতাউর রহমানের মেয়ে আছিয়া (৭)। বিষয়টি নিশ্চিত করেন পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে উপজেলা পরিষদের ভেতরে অবস্থিত একটি পুকুরে গোসল করতে নামে মিম ও আছিয়া। অসাবধানতাবশত পা পিছলে দুই শিশু পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে মিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আছিয়াকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব-বেলকা গ্রামে পুকুরের পানিতে ডুবে আলিফ (৩) নামে এক শিশুর মৃ্ত্যু হয়েছে। শিশু আলিফ ওই গ্রামের কবির হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুর থেকে আলিফের লাশ উদ্ধার করা হয়। এর আগে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলতে গিয়ে কোনো এক সময় সবার অলক্ষ্যে পুকুরের পানিতে পড়ে গিয়ে আলিফ নামে শিশুটি মারা যায়।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে ঈদের ছুটিতে মামাবাড়ি বেড়াতে এসে মধুমতী নদীতে গোসলে নেমে নিখোঁজের এক দিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে গোপালগঞ্জের সীমান্তবর্তী বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সিংগাতী এলাকার মধুমতী নদী থেকে ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। স্কুল শিক্ষার্থীর নাম সাফিয়া (১২)। তার বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী গ্রামে। বাবার নাম লালন শেখ। সাফিয়া ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা