কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৫ ২০:৪৬ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৫ ২১:০২ পিএম
সাইফুল ইসলাম শামীম।
কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির (১৭) হত্যা মামলায় দেবিদ্বার পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম শামীমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মাহাবুবুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শামীম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন।
সাইফুল ইসলাম শামীম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে। তিনি দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ মীর আব্দুল ডিগ্রি কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক হিসেবেও কর্মরত।
আদালত সূত্রে জানা গেছে, শামীম এ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সম্প্রতি তিনি উচ্চ আদালতে জামিনের আবেদন করেছিলেন, সেখান থেকে দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।
আসামিপক্ষের আইনজীবী মো. শহিদুল্লাহ ও জসিম উদ্দিন আবাদ বলেন, ঘটনার সময় শামীম পরিবারসহ কক্সবাজারে অবস্থান করছিলেন এবং তা প্রমাণস্বরূপ বিভিন্ন তথ্য আদালতে উপস্থাপন করা হয়েছে। তবে আদালত তার জামিন মঞ্জুর করেনি। তারা উচ্চ আদালতে পুনরায় জামিনের আবেদন করবেন।
গত বছরের ৫ আগস্ট সরকারবিরোধী বিক্ষোভে উত্তেজিত জনতা দেবিদ্বার থানা ঘেরাও করলে আন্দোলনকারী সাব্বির মাথায় গুলিবিদ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ১৪ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের মামা নাজমুল হাসান বাদী হয়ে সাবেক এমপি আবুল কালাম আজাদ, রাজী মোহাম্মদ ফখরুল, পৌর মেয়র শামীমসহ ৯৯ জনকে আসামি করে মামলা করেন।
দেবিদ্বার থানার ওসি শামস উদ্দিন মুহাম্মদ ইলিয়াস বলেন, এ হত্যা মামলায় এ পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।