× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক এমপির বিরুদ্ধে ছাত্রদল নেতার চোখ উৎপাটনের অভিযোগ

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৫ ২০:৩৯ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৫ ২১:১৬ পিএম

সাবেক এমপির বিরুদ্ধে ছাত্রদল নেতার চোখ উৎপাটনের অভিযোগ

৯ বছর আগে অপহরণ করে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদল নেতার চোখ উপড়ে ফেলার অভিযোগে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক এমপি এমএ জাহেরসহ ১৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে।

সোমবার (১৬ জুন) কুমিল্লা মহানগরের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক নেতা ভুক্তভোগী গোলাম কিবরিয়া এ অভিযোগ করেন।

অন্য অভিযুক্তরা হলেনÑ ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা আবু তৈয়ব অপি, ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগ নেতা আবু সাঈদ বাপ্পি, স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. এমরান হোসেন, মো. পাবেল, মো. মোখলেছ, মো. রুবেল, আব্দুল জব্বার, মিরাজুল হক রিমন, অপহরণে ব্যবহৃত গাড়ির চালক মো. শওকত, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, মেহেদী হাসান খান, মঞ্জুরুল বারী নয়নসহ অজ্ঞাত আরও ২০-২৫ জন।

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মল্লিকার দীঘি গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম ও সালেখা বেগমের ছেলে গোলাম কিবরিয়া (২৭) বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে পড়াশোনা করছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালের ২০ আগস্ট রাতে কুমিল্লা স্টেশন থেকে নিজ বাসা কালিয়াজুরি যাওয়ার পথে রাত সোয়া ১টায় এমপি জাহেরের নেতৃত্বে ২০-২৫ জন আগ্নেয়াস্ত্রের মুখে গোলাম কিবরিয়ার রিকশার গতিরোধ করেন। তাকে অপহরণ করে জাহেরের মাইক্রোবাসে উঠিয়ে নেওয়া হয়। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে রড দিয়ে শরীর ও মাথায় এলোপাতাড়ি আঘাত করা হয়। বৈদ্যুতিক শক দেওয়া হয়। একপর্যায়ে সাবেক ছাত্রলীগ নেতা আবু তৈয়ব অপি ছুরি দিয়ে গোলাম কিবরিয়ার চোখ দুটি উপড়ে ফেলেন।

গোলাম কিবরিয়ার চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে আসামিরা চলে যান। কিছুক্ষণ পর পুলিশ গোলাম কিবরিয়াকে ওই অবস্থায় আটক দেখিয়ে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার করা হয়। এরপর গোলাম কিবরিয়াকে মিথ্যা মামলায় কোর্টে চালান দেওয়া হয়। পরবর্তী সময়ে গোলাম কিবরিয়ার মায়ের কাছ থেকে আসামিদের যোগসাজশে পুলিশ খালি স্ট্যাম্প ও সাদা কাগজে সই নিয়ে রাখে যেন মামলা করতে না পারে। আসামিদের অত্যাচার ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের ভয়ের কারণে চেষ্টা করেও মামলা করতে পারেননি বলে অভিযোগে উল্লেখ করেন সাবেক ছাত্রদল নেতা গোলাম কিবরিয়া।

চিরতরে অন্ধ হয়ে যাওয়া কিবরিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘চোখ আর কোনো দিন ফিরে পারব না। কোনো দিন পৃথিবীর আলো আর দেখতে পারব না। তবে যারা আজকে আমার এই অবস্থার জন্য দায়ী তাদের বিচার হলে নিজেকে সান্ত্বনা দিতে পারব।’

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ বলেন, গোলাম কিবরিয়া ছাত্রদলের রাজনীতির সঙ্গে একনিষ্ঠভাবে জড়িত ছিল। ২০১৬ সালে তার ওপর এই অমানবিক নির্যাতন চালানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা