নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৫ ২০:৩৭ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৫ ২১:১৭ পিএম
নওগাঁর আত্রাইয়ে সেভেন স্টার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর বাবা মুন্না আহম্মেদ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মুন্না আহম্মেদ নাটোর জেলার সিংড়া উপজেলার পাড়েরা গ্রামের মোস্তফা আলীর ছেলে। তিনি জানান, গর্ভবতী স্ত্রী মুন্নিকে গত ১৩ জুন চিকিৎসার জন্য আত্রাই সদরের সেভেন স্টার হাসপাতালে ভর্তি করেন। সেখানে সিজারিয়ানের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়। এরপর ডেলিভারির কিছু সময় পরই নবজাতক ও মা দুজনেই অসুস্থ হয়ে পড়লে হাসপাতাল কর্তৃপক্ষ রাজশাহীতে রেফার করার পরামর্শ দেয়। এ সময় মুন্না আহম্মেদ নবজাতকের জন্য অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সহায়তা চাইলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়।
পরিস্থিতির তাগিদে তিনি নিজেই অ্যাম্বুলেন্স ভাড়া করে নবজাতককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্তানটি মারা যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে মৃত্যুর বিষয়টি জানাতে গেলে তারা উল্টো অসৌজন্যমূলক আচরণ করে এবং তাড়িয়ে দেয় বলে অভিযোগ করেন মুন্না আহম্মেদ।
তিনি আরও দাবি করেন, সময়মতো চিকিৎসা, সঠিকভাবে সিজার সম্পন্ন না করা এবং অক্সিজেন ও জরুরি সহায়তা না দেওয়ার কারণেই তার সন্তানের মৃত্যু হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে সেভেন স্টার হাসপাতালের পরিচালক এহসানুল হক বলেন, চিকিৎসায় কোনো অবহেলা ছিল না। ডেলিভারির পর বাচ্চার অবস্থার অবনতি হওয়ায় রাজশাহীতে রেফার করা হয়েছিল। পথে শিশুটি মারা যায়।
আত্রাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাওছার আলম বলেন, নবজাতকের মৃত্যুর অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।