× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একযোগে তিন পৌরসভার ১৪ কর্মচারী বদলি

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৫ ১৯:৪৩ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৫ ১৯:৫৮ পিএম

একযোগে তিন পৌরসভার ১৪ কর্মচারী বদলি

বাগেরহাটের তিন পৌরসভার ১৪ কর্মচারীকে একযোগে বদলি করা হয়েছে। বাগেরহাট স্থানীয় সরকার শাখার উপপরিচালক ফকরুল হাসান এই বদলির আদেশ দিয়েছেন। বদলি হওয়া কর্মচারীদের আগামী বৃহস্পতিবারের মধ্যে পরবর্তী কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

রবিবার (১৫ জুন) স্থানীয় সরকার শাখার উপপরিচালক ফকরুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে বাগেরহাট, মোরেলগঞ্জ ও মোংলা পোর্ট পৌরসভার ১৪ কর্মচারীকে এই বদলির আদেশ দেওয়া হয়। ওই আদেশে বলা হয়েছে, বাগেরহাট পৌরসভা, মোংলাপোর্ট পৌরসভা ও মোরেলগঞ্জ পৌরসভায় কর্মরত কর্মচারীদের প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে জনস্বার্থে এই বদলি করা হলো।

বদলি কর্মচারীরা হলেনÑ বাগেরহাট পৌরসভার প্রধান সহকারী মো. রফিকুল ইসলাম, বাজার পরিদর্শক একেএম সেলিম, সহকারী কর নির্ধারক মো. সেলিম ফকির, স্বাস্থ্য সহকারী প্রভাত চন্দ্র সাহা, উচ্চমান সহকারী মো. নাসিরউদ্দিন হাওলাদার, বনমালা পাল, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক হাওয়া খাতুন, আশীষ কুমার হোড়, সটি মুদ্রাক্ষরিক শেখ শহীদুল কবির, রোড রোলার চালক দীপু বিশ্বাস, মোরেলগঞ্জ পৌরসভার কর নির্ধারক মো. ফাহাদ হোসেন, স্যানিটারি পরিদর্শক এসএম বাদল, মোংলা পোর্ট পৌসভার নিম্নমান সহকারী কাম মুদ্রান্তরিক মো. হাসান ও রোড রোলার চালক মো. সিদ্দিক।

বাগেরহাটের এই তিন পৌরসভার ইতিহাসে এবারই প্রথম একযোগে এই কর্মচারীদের বদলি করা হলো। কোনো কোনো কর্মচারী তাদের দীর্ঘ কর্মজীবনে এবারই প্রথমবারের মতো বদলি আদেশ পেলেন। এই বদলি আদেশ পৌরসভাগুলোর কাজকে গতিশীল করবে বলে দাবি সংশ্লিষ্টদের।

বাগেরহাট স্থানীয় সরকার শাখার উপপরিচালক ফকরুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে এই কর্মচারীরা একই স্থানে কাজ করছেন। যার ফলে কাজে কিছু স্থবিরতা দিল। স্থানীয় সরকারের পরিপত্র অনুযায়ী তাদের বদলি করা হয়েছে। এর ফলে কাজে গতিশীলতা বাড়বে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা