ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৫ ১৯:৩৯ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৫ ১৯:৫৭ পিএম
ঝিনাইদহের শৈলকুপায় আলোচিত রতন মণ্ডল হত্যা মামলা তুলে নিতে বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি এবং মারধরের অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। জামিনে মুক্ত হয়ে মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলমসহ অন্য আসামিরা বাদী ও সাক্ষীদের নানাভাবে ভয়ভীতি ও চাপ দিচ্ছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা।
আসামিরা আগামী ২৫ জুন স্বাক্ষীদের আদালতে স্বাক্ষ না দেওয়ার জন্য হুমকি প্রদর্শন করছে। এ অবস্থায় মামলার বাদী ও সাক্ষীরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
জানা গেছে, শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের বসন্তপুর গ্রামে সামাজিক দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হন রতন মণ্ডল। এ ঘটনায় নিহতের বাবা রায়হান মণ্ডল বাদী হয়ে একই গ্রামের গোলাম মণ্ডলের ছেলে জাহাঙ্গীর আলমসহ ২৬ জনকে আসামি করে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর : ২০, তারিখ : ১৭-০৪-২০১৯)। বর্তমানে মামলাটি ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন এবং সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
মামলার বাদীর ভাতিজা এসকেন্দার বলেন, চাচাতো ভাইকে নৃশংসভাবে হত্যা মামলায় সাক্ষ্য না দিতে বারবার হুমকি দেওয়া হচ্ছে। মামলার সাক্ষী সেকেন্দার আলী ও দুলাল মণ্ডলকে কিছুদিন আগে তাদের রক্তাক্ত জখম করে পিটিয়ে হাড় ভেঙে দেওয়া হয়েছে। আমি এ মামলার স্বাক্ষী হওয়ায় গত ১২ জুন আমাকে শেখপাড়া বাজারে একা পেয়ে জাহাঙ্গীর ও সাইফুলের নেতৃত্বে ৮-১০ জন সন্ত্রাসী মিলে মারধর করেছে। এখন আমাদের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।
অভিযুক্ত জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বর্তমানে ঝিনাইদহে থাকি। এসব অভিযোগ ভিত্তিহীন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মান্নান বলেন, বাদী ও সাক্ষীদের হুমকির বিষয়টি তিনি জেনেছেন। এ বিষয়ে আসামিদের সতর্ক করা হয়েছে। এরপরও যদি হুমকি দিতে থাকে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলাটি বর্তমান আদালতে স্বাক্ষীর পর্যায়ে রয়েছে।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, সাক্ষীদের ওপর হামলা ও হুমকির বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।